¤নিজর সম্পর্কে কি বলব এখন নিজেকে পুরোপুরি নিজেই চিনে উঠতে পারিনি । ¤ আমার সর্ম্পকে বলার মতো কিছুই আমি না ।যে আমাকে সত্যি কার অর্থে চেনে তার কাছে আমি অনেক কিছু ,অতি আপনজন । ¤একা থাকতে ভিশন ভালবাসি একাত্রিওই আমার নিত্য দিনের সঙ্গী । ¤ গান শুনে ,আর ফেইসবুক ইউজ করে বেশির ভাগ সময় আপচয় করি ।কারন এই দুটো জিনিস আমাকে অনেক আনন্দ দেয় । ¤ খুব সহজে সবাইকে আপন ভাবি ,তাই খুব সহজেই কষ্ট পাই। ¤ আমি ফেইসবুকের জগতে এসেছি , শুধু মাএ আমার আবসর সময় টুকু কাটাতে। একাত্রিওটা ভুলতে ফেইসবুক কে আমার সঙ্গী হিসবে গ্রহন করছি । ¤ আমাকে নিয়ে মা ,বাবার অনেক স্বপ্ন ,but জানিনা সেই স্বপ্ন গুলোর কতটুকু পূরুন করতে পারব .তবে যথাসম্ভব চেষ্টা করি। ¤ আমি ফ্রেন্ডেশিপ কে অনেক সম্মান করি। ¤বন্ধু কথা টি খুব ছোট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে বন্ধুর গুরুত্ব অনেক বেশি ,তাই শুধু বন্ধু হলেই হবে না বন্ধুত্বের পূর্ণ দাবীদার হতে হবে ,হতে হবে বন্ধুর মত বন্ধু .... ¤ প্রিয় সময়ঃ অচেনা রাস্তায় যখন একাই পখ চলি সেই সময়টাকে মনে হয় সবচেয়ে বেশি প্রিয় সময়। ¤সম্পূর্ণ দিনের ভিতর রাত্রিকাল আমি বড় বেশিই ভালবাসি । মন খারাপ খাকলে রাতের আকাশে তারা গুনি। ¤প্রিয় রং : আকাশের নীল ও কালো। ¤ শখঃ প্রিয় বন্ধুদের সথে আড্ডা দিতে ভাল লাগে। ¤ প্রিয় খেলাঃ খেলা ও খেলতে দুটোই ভাল লাগে।আমি আমার দেশের ক্রিকেট টিমকে খুব ভালোবাসি ।এবং খেলতে ¤প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম । ¤আইডল : প্রিয় মা ,বাবা । ¤প্রিয় বইঃ দেবদাস ,অলকার কন্যা ,শেষ বিকেলের মেয়ে, চোখের বালি , শেষপ্রশ্ন ,আমার যত গ্লানি .............। ¤প্রিয় Song: নজরুল সংগীত খুব ভাল লাগে ,but আমি গান গাইতে পারি না । ¤প্রিয় মানুষঃ আমার পরিবারে সকল সদস্য and আমার সকল প্রিয় বন্ধুরা । ¤বাংলা ভাষা এবং বাংলাদেশ কে আমি প্রচন্ড ভালোবাসি যতটা ভালবাসি আমি আমাকে। ¤ খুব সিমপ্লি চলাফেরা করি । ¤বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল১০০%সত্যি ,তাই বন্ধু ছাড়া ১মুহুর্ত চলতে পারিনা ।খুব দুষ্টামি করি বন্ধুদের সাথে,এটাই আমার খুব পছন্দ। ¤ অনেক বন্ধু আছে তবুও কেন জানি নিজেকে খুব একা লাগে। ¤নিঃসর্গের পিএপটে দাঁড়িয়ে আজ ও আমি একাই পথচলি। ¤নিয়তির নির্মম পরিহাসে নিজেকে অপরাজিত এবং আবদ্ব মনে হয় । ¤পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে করেছি ,বস্তবে আকাশ ততটা কাছে নয় । ¤আমি কার? কে আমার ?মায়ার এ ধারায় ... ¤সুখ বড অভিমানী ,আমি কি সুখের ? নাকি সুখ আমার জন্য? ¤ অনেক টা পখ হেটেছি কখনো কারনে আবার অকারনে কিছু সময় কেঁদেছি ,আবার কিছু সময় হেসেছি।কিন্তু আজ ও বুঝতে পারিনাই জিবনটা আসলেই কি ?

Popular posts from this blog

৫ ওয়াক্ত নামাজের পর এই দুয়া করলে আল্লাহতালা কিয়ামতের দিন সহায় হবেন, আর দুনিয়াতে নফসের খারাবি থেকে হেফাজত করবেন। এই দুয়াতে অনেক শেফা রয়েছে।

হযরত মাওলানা সা’দ সাহেব (দা.বা.) এর বয়ান