৫ ওয়াক্ত নামাজের পর এই দুয়া করলে আল্লাহতালা কিয়ামতের দিন সহায় হবেন, আর দুনিয়াতে নফসের খারাবি থেকে হেফাজত করবেন। এই দুয়াতে অনেক শেফা রয়েছে।

৫ ওয়াক্ত নামাজের পর এই দুয়া করলে আল্লাহতালা কিয়ামতের দিন সহায় হবেন,  আর দুনিয়াতে নফসের খারাবি থেকে হেফাজত করবেন। এই দুয়াতে অনেক শেফা রয়েছে। 
"আল্লাহুমা জুকনাল কলাওয়াহ 
আল্লাহুমা খদ্দিনা ফি সলাতিল জামাওয়াহ
আল্লাহুমা হারসুরনা ইয়া রব্বানা মা আলনা জিল মুস্তফা সহিবাস সাফাওয়াহ
আল্লাহুমা ইন্না না আউজুবিকা মিন আইল মিন লা ইয়ান ফা, অমিন কলবিল লা ইয়াগ সা, অমিন আইনিল লা তাদ না, অমিন নাফসিল লা তাসবা, অমিন দুয়া ইল্লা ইউসনা।
আল্লাহুমা ইন্না নাস আলুকা ইলমান নাফি আ, অকলবান খ সিয়া,অ নিসা ন্নান জাকিরং সাখিরহ, অয়ামালা স রিহান মুতাকব্বালা
আল্লাহুমা ইন্না না আউজুবিকা মিনাল মাউতি অ আল কুরবাতি, অল কদরি অয়াল উম্মাতি, অস সি রতি অল জাল্লাতি, ও ইয়াও মাল কিয়ামতি অল রাওয়াতি।"

Popular posts from this blog

হযরত মাওলানা সা’দ সাহেব (দা.বা.) এর বয়ান