Posts

Showing posts from November, 2014

আহমেদ লাট সাহেব (দা.বা.)

২০১৪ টঙ্গি ইজতেমা (১ম পর্ব)   বাদ মাগরিব বয়ান হযরত মাওলানা   আহমেদ লাট সাহেব (দা.বা.)    আল্লাহ তায়ালার হামদ ,  রাসূলুল্লাহ (স:) এর উপর দুরূদ ,  পবিত্র কুরআন শরীফের আয়াত এবং হাদীসে পাক থেকে তেলাওয়াতের পরে হযরত মাওলানা বলছেন- কাবেলে এহতেরাম ভাইয়ো দোস্ত আযিযো আওর বুযুর্গো! আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু প্রত্যেক যামানায় মানুষকে তাঁর সাথে পরিচয় করিয়েছেন। যে ,  হে মানুষ ,  আমাকে চিনো ,  আমি কে ?  এমনকি যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম ও রুসুলে এজাম আলাইহিমুস সালাতু ওয়া তাসলিমাত কে আল্লাহ তায়ালা দুনিয়াতে তাঁর বান্দা বান্দিদের রাহবারির জন্য ,  হেদায়েতের জন্য ,  রাস্তা দেখাবার জন্য ,  কোনটা ভাল আর কোনটা মন্দ তা বুঝানোর জন্য পাঠিয়েছিলেন। তাদেরকেও সর্বপ্রথম তাঁর সাথে পরিচয় করিয়েছেন। আজকে সারা দুনিয়াতে মানুষ বলছে আমি জানি ,  আমি জানি ,  আমি জানি। অথচ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পরিষ্কার বলে দিয়েছেন ,  অর্থাৎ-জেনে রেখো ,  তিনি ছাড়া কোন ইলাহ নেই। কিসের আমি জানি ,  আমি জানি ,...