¤নিজর সম্পর্কে কি বলব এখন নিজেকে পুরোপুরি নিজেই চিনে উঠতে পারিনি । ¤ আমার সর্ম্পকে বলার মতো কিছুই আমি না ।যে আমাকে সত্যি কার অর্থে চেনে তার কাছে আমি অনেক কিছু ,অতি আপনজন । ¤একা থাকতে ভিশন ভালবাসি একাত্রিওই আমার নিত্য দিনের সঙ্গী । ¤ গান শুনে ,আর ফেইসবুক ইউজ করে বেশির ভাগ সময় আপচয় করি ।কারন এই দুটো জিনিস আমাকে অনেক আনন্দ দেয় । ¤ খুব সহজে সবাইকে আপন ভাবি ,তাই খুব সহজেই কষ্ট পাই। ¤ আমি ফেইসবুকের জগতে এসেছি , শুধু মাএ আমার আবসর সময় টুকু কাটাতে। একাত্রিওটা ভুলতে ফেইসবুক কে আমার সঙ্গী হিসবে গ্রহন করছি । ¤ আমাকে নিয়ে মা ,বাবার অনেক স্বপ্ন ,but জানিনা সেই স্বপ্ন গুলোর কতটুকু পূরুন করতে পারব .তবে যথাসম্ভব চেষ্টা করি। ¤ আমি ফ্রেন্ডেশিপ কে অনেক সম্মান করি। ¤বন্ধু কথা টি খুব ছোট হলেও গভীরতা আকাশ সমান বিশাল । জীবনের প্রতিটি পদক্ষেপে বন্ধুর গুরুত্ব অনেক বেশি ,তাই শুধু বন্ধু হলেই হবে না বন্ধুত্বের পূর্ণ দাবীদার হতে হবে ,হতে হবে বন্ধুর মত বন্ধু .... ¤ প্রিয় সময়ঃ অচেনা রাস্তায় যখন একাই পখ চলি সেই সময়টাকে মনে হয় সবচেয়ে বেশি প্রিয় সময়। ¤সম্পূর্ণ দিনের ভিতর রাত্রিকাল আমি বড় বেশিই ভালবাসি । মন খারাপ খাকলে...
Posts
Showing posts from 2019
islamic dua
- Get link
- X
- Other Apps
রসূলের ভবিষ্যৎ বাণী শেষ জামানায় মানুষের ঈমান টিকিয়ে রাখা নিজের হাতের তালুতে আগুনের কয়লা রখার চেয়েও বেশি কষ্ট হবে। মানুষের ক্বলব/নফস/আত্মা/অন্তর আজ কলুষিত। তাই আজ অবলীলায়য় মানুষ আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে যচ্ছে। ব্যাভিচার/ যিনা আজ তরূণ প্রজন্মের এক মারাত্মক ব্যধি। তাই আল্লাহর কাছে তাহাজ্জুদে, প্রতি আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, প্রতি ফরজ সলাতের পর, জুমু'আ দিন আসরের পর দু'আ কবুলের বিশেষ মুহূর্তগুলি সর্বাদা আল্লাহর কাছে চাবেন। আর প্রতিদিন ১টি দু'আ শিখলে ৯ দিনে ৯টি দু'আ মুখস্থ হয়ে যাবে। আরবি দেখে মুখস্থ করুন। সহায়তার জন্যে বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। আর অর্থ সহ মুখস্থ করুন। আর না হলে কি চাচ্ছেন এটিই বুঝবেন না। #ক্বলব_(#অন্তর)#সংশোধনের_দোয়া- ♣১) দ্বীনের পথে হিদায়াতের উপর টিকে থাকার জন্য আল্লাহর শেখানো দোয়া - ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ #উচ্চারণ - রব্বানা-লা-তুযিগ্ কুলূবানা- বা’দা ইয্ হাদাইতানা-অহাবলানা-মিল্ লাদুন্কা রহমাহ , ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্। #অর্থ- হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার...